সন্মাননা পেলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ

সন্মাননা পেলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ

brothersit20 January 1, 2024 0 Comments

আরটিভি সন্মাননা পেলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। আরও যারা সন্মাননা পেয়েছেন তারা হলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীকমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলেমান, কমিউনিটি একটিভিস্ট মিছবাহ আবেদীন। ২৭ ডিসেম্বর বুধবার বৃষ্ঠি ভেজা সন্ধ্যায় আরটিভি’র অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানান আরটিভির নির্বাহী প্রধান( সিইও) সৈয়দ আশিক রহমান। জনসমাজের পক্ষ থেকে একের পর এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বর্ষপূর্তীর এ অনুষ্ঠানে।

২৭ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে আরটিভির ১৯ বছর পর্দাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আরটিভি মাটি ও মানুষের কথা বলে। দেশের বাইরে যে বৃহত্তর বাংলাদেশ গড়ে উঠেছে, সেখানে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আরটিভি নিরলসভাবে কাজ করছে। আমেরিকায় থেকেও প্রবাসী বাংলাদেশিরা দেশের সংবাদ ছাড়াও আন্তর্জাতিক সংবাদের জন্যও আরটিভির মতো স্বদেশী সংবাদমাধ্যমের উপর নির্ভর করেন। আরটিভি দেশের মতো দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠার পেছনে রয়েছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা। ১৯ বছরের পায়ে হাঁটা পথে আরটিভি ক্রমশ শক্তিশালী হয়েছে, জনসমাজের আস্থাকে ধারণ করে আরটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ওজনপার্কের এক জনাকীর্ন মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ষপূর্তী অনুষ্ঠানে শিল্প সংস্কৃতির লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেছেন আরটিভির বাংলার গায়েন ও ইয়ংস্টারের রাফসান,অর্ণব,সাদাত,কাজী এম হক,মুসাফির মুক্তা,লিয়ানা মানহা,ফাবিহা নিসা, সামিয়া, আলভান, চন্দ্রা রায় এবং শামস। অনুষ্টান সঞ্চালনা করেন ফাবিহা নিসা ও অলিভ আহমেদ।

প্রকাশিত হয়েছেঃ Nykagoj.com

Leave a comment